চূড়ান্ত হতে পারে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা ?

চূড়ান্ত হতে পারে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা ?

৫ আগষ্ট ছাত্র-জনতা অভূত্থানের পর অন্তবর্তীকালীন সরকার দ্বায়িত্ব গ্রহনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার প্রয়োজন বলে অন্তর্বর্তী সরকার এগারোটি সংস্কার কমিশন গঠন করে। এই এগারোটি কমিশনের মধ্যেই রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন অন্যতম।

রাষ্ট্র ব্যবস্থার ও প্রশাসন ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে দেশের  চারটি বিভাগকে নতুন করে চারটি প্রদেশে পরিণত করার পরিকল্পনা করছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ সম্পর্কিত একটি পরিকল্পনার কথা বাংলাদেশের অন্তর্র্বতী সরকারকে সুপারিশও করছে তারা।

দেশের পুরনো চারটি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে বাংলাদেশের চারটি প্রদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা চলছে। যদিও এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।

সামাজিক  যোগাযোগ মাধ্যমে এ খরব ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। বিশেজ্ঞদের মতে, চারটি প্রদেশ করা পরিকল্পনা এক প্রকার আকাশ কুসুম কল্পনা। অনেকে এই পরিকল্পনাকে বিলাসিতা হিসেবে দেখছেন। অনেকের আশঙ্কা এর ফলে নানা মহলে দেখা দিতে পারে কোন্দল।

বিশেজ্ঞদের মতে,  চার প্রদেশ দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ও জাতীয় নিরাপত্তার জন্য ইতিবাচক নয়।

বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোয় এখনও ঠিকমতো চালাছে না। এমন অবস্থায় নতুন করে আরেকটি কাঠামো তৈরি করে চালানো মোটেও সহজ হবে না।

উল্লেখ্য যে, এদিকে অন্তর্বর্তী সরকারের তৈরি সকল সংস্কার কমিশনকেই আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে নিজ নিজ সংস্থার সংস্কার প্রতিবেদন জমা দেয়ার জন্য। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url