৬ষ্ঠ শ্রেণির গনিত সমাধান। প্রথম অধ্যায়। মৌলিক ও যৌগিক সংখ্যা

৬ষ্ঠ শ্রেণির গনিত সমাধান। প্রথম অধ্যায়। মৌলিক ও যৌগিক সংখ্যা

মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।

যৌগিক সংখ্যা: যে সংখ্যার গুনণীয়কের মধ্যে ১ এবং ঐ সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা থাকে তাকে যৌগিক সংখ্যা বলে।

সহমৌলিক সংখ্যা: দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

পৃ ৭ এর কাজ  (সমাধান):
১. দুই অঙ্ক বিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যা : ১১, ১৩, ১৫, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩
২. ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা: ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯
৩. সহমৌলিক নির্ণয়:
ক) ১৬, ২৮
সমাধান: ১৬ এর গুনণীয়ক = ১, ২, ৪, ৮, ১৬ 
এবং ২৮ এর গুনণীয়ক = ১, ২, ৪, ৭, ১৪, ২৮
দেখা যাচ্ছে, ১৬ ও ২৮ এর মধ্যে ১ ছাড়াও অন্য সাধারণ গুনণীয়ক ২ ও ৪ রয়েছে।
সুতরাং ১৬ ও ২৮ পরস্পর সহমৌলিক নয়।

খ) ২৭, ৩৮
সমাধান: ২৭ এর গুনণীয়ক = ১, ৩, ৯, ২৭
এবং ৩৮ এর গুনণীয়ক = ১, ২, ১৯, ৩৮
দেখা যাচ্ছে, ২৭ ও ৩৮ এর মধ্যে ১ ছাড়াও অন্য সাধারণ গুনণীয়ক নেই।
সুতরাং ২৭ ও ৩৮ পরস্পর সহমৌলিক।

গ) ৩১, ৪৩
সমাধান: ৩১ এর গুনণীয়ক = ১, ৩১
এবং ৪৩ এর গুনণীয়ক = ১, ৪৩
দেখা যাচ্ছে, ৩১ ও ৪৩ এর মধ্যে ১ ছাড়াও অন্য সাধারণ গুনণীয়ক নেই।
সুতরাং ৩১ ও ৪৩ পরস্পর সহমৌলিক ।

ঘ) ২১০ , ১৪৩
সমাধান: ২১০ এর গুনণীয়ক = ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ২১, ৩০, ৩৫, ৪২, ৭০, ১০৫, ২১০
এবং ৪৩ এর গুনণীয়ক = ১, ১১, ১৩, 
দেখা যাচ্ছে, ৩১ ও ৪৩ এর মধ্যে ১ ছাড়াও অন্য সাধারণ গুনণীয়ক নেই।
সুতরাং ৩১ ও ৪৩ পরস্পর সহমৌলিক ।

বিভাজ্যতা
২ দ্বারা বিভাজ্য: কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য (০) অথবা জোড় সংখ্যা হলে, প্রদত্ত সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে।


৪ দ্বারা বিভাজ্য: 
ক) কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে।
খ) একক ও দশক উভয় স্থানের অঙ্ক ০ হলে, সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে।

৩৫১২ সংখ্যাটি বিবেচনা করি, এখানে একক ও দশক স্থানীয় দ্বারা গঠিত সংখ্যাটি ১২, যা ৪ দ্বারা বিভাজ্য । অথাৎ ৩৫১২ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।

৫ দ্বারা বিভাজ্য: কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০ অথবা ৫ হলে, সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে।

৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক ০ এবং ৫। যা ৫ দ্বারা বিভাজ্য।

৩ দ্বারা বিভাজ্য: কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।

১৪৭ সংখ্যাটি বিবেচনা করি, এখানে একক স্থানীয় অঙ্ক ১, দশক স্থানীয় অঙ্ক ৪ এবং শতক স্থানীয় অঙ্ক ৭। একক, দশক ও শতক স্থানীয় অঙ্কের যোগফল ১২, যা ৩ দ্বারা বিভাজ্য। অতএব, ১৪৭ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য।

৬ দ্বারা বিভাজ্য: কোন সংখ্যা ২ ও ৩ দ্বারা  বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে।

৯ দ্বারা বিভাজ্য: কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে, প্রদত্ত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য।

৩৭৮ সংখ্যাটি বিবেচনা করি, এখানে একক স্থানীয় অঙ্ক ৮, দশক স্থানীয় অঙ্ক ৭  এবং শতক স্থানীয় মান ৩। একক,  দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল ৩+৭+৮ = ১৮ , যা ৯ দ্বারা বিভাজ্য। ফলে ৩৭৮ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য ।

অনুশীলনী ১.২ (সমাধান)

১। ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখ। 

৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো - ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭

২। সহমৌলিক জোড়া নির্ণয় কর।

ক) ২৭, ৫৪
এখানে,
২৭ = ১x৩x৩x৩
৫৪ = ১x২x৩x৩x৩
২৭ এর গুননীয়কগুলো ১,৩,৯,২৭
এবং ৫৪ এর গুননীয়কগুলো ,২,,৬,,১৮,২৭,৫৪
২৭ ও ৫৪ এর সাধারণ গুননীয়কগুলো ১,৩,৯,২৭
সুতরাং ২৭ ও ৫৪ সহমৌলিক নয়।
[ ১ ছাড়া অন্য কোন সাধারণ গুননীয়ক না থাকলে তাকে সহমৌলিক বলে।]

খ) ৬৩, ৯১
এখানে,
৬৩ = ১x৩x৩x৭
৯১ = ১x৭x১৩
৬৩ এর গুননীয়কগুলো ,৩,, ৯,২১, ৬৩
এবং ৯১ এর গুননীয়কগুলো ,,১৩,৯১
৬৩ ও ৯১ এর সাধারণ গুননীয়কগুলো ১,৭
সুতরাং ৬৩ ও ৯১ সহমৌলিক নয়।
[ ১ ছাড়া অন্য কোন সাধারণ গুননীয়ক না থাকলে তাকে সহমৌলিক বলে।]

গ) ১৮৯, ২১০
এখানে,
১৮৯ = ১x৩x৩x৩x৭
২১০ = ১x২x৩x৫x৭
১৮৯ এর গুননীয়কগুলো ১,৩,৭, ৯,২১, ২৭, ৬৩
এবং ২১০ এর গুননীয়কগুলো ১,২,৩,৫,৬,৭,১০, ১৪, ১৫, ২১, ৩০, ৩৫, ৪২, ৭০, ১০৫, ২১০
১৮৯ ও ২১০ এর সাধারণ গুননীয়কগুলো ১,৩,৭,২১
সুতরাং ১৮৯ ও ২১০ সহমৌলিক নয়।
[ ১ ছাড়া অন্য কোন সাধারণ গুননীয়ক না থাকলে তাকে সহমৌলিক বলে।]

গ) ৫২,৯৭
এখানে,
৫২ = ১x২x২x১৩
৯৭ = ১x৯৭
৫২ এর গুননীয়কগুলো ১,২,৪, ১৩,২৬, ৫২
এবং ৯৭ এর গুননীয়কগুলো ১, ৯৭
৫২ ও ৯৭ এর সাধারণ গুননীয়কগুলো ১
সুতরাং ৫২ ও ৯৭ সহমৌলিক।
[ ১ ছাড়া অন্য কোন সাধারণ গুননীয়ক না থাকলে তাকে সহমৌলিক বলে।]

৩। নিচের কোন সংখ্যাগুলো  নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য।


ক) ৩ দিয়ে- ৫৪৫, ৬৭৭৪, ৮৫৩৫

৫৪৫ এর জন্য , 
কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যাও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
অতএব, ৫৪৫ এর অঙ্কগুলোর যোগফল ৫+৪+৫ = ১৪, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং ৫৪৫ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য নয়।

৬৭৭৪ এর জন্য , 
কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যাও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
অতএব, ৬৭৭৪ এর অঙ্কগুলোর যোগফল ৬+৭+৭+৪ = ২৪, যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ৬৭৭৪ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য ।

৮৫৩৫ এর জন্য , 
কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যাও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
অতএব, ৮৫৩৫ এর অঙ্কগুলোর যোগফল ৮+৫+৩+৫  = ২১, যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং ৮৫৫৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য ।

খ) ৪ দিয়ে- ৮৫৪২, ২১৮৪, ৫২৭৪

৮৫৪২ এর জন্য , 
কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে।
৮৫৪২ সংখ্যাটির একক ও দশক স্থানের  অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা ৪২ যা  ৪ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং ৮৫৪২ সংখ্যাটি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।

২১৮৪ এর জন্য , 
কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে।
২১৮৪ সংখ্যাটির একক ও দশক স্থানের  অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা ৮৪ যা  ৪ দ্বারা বিভাজ্য।  সুতরাং ২১৮৪ সংখ্যাটি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

৫২৭৪ এর জন্য , 
কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে।
৮৫৪২ সংখ্যাটির একক ও দশক স্থানের  অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা ৭৪ যা  ৪ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং ৫২৭৪ সংখ্যাটি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।

গ) ৬ দিয়ে- ২১৮৪, ১০৭৪, ৭৮৩২

২১৮৪ এর জন্য , 
কোন সংখ্যার ২  ও ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে।
২১৮৪ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৪ যা ২ দ্বারা বিভাজ্য অর্থাৎ ২১৮৪, ২ দ্বারা বিভাজ্য।
আবার, ২১৮৪ সংখ্যাটির অঙ্ক গুলোর যোগফল = ২+১+৮+৪ = ১৫, যা ৩ দ্বারা বিভাজ্য । অর্থাৎ ২১৮৪ , ৩ দ্বারা বিভাজ্য। 
সুতরাং ২১৮৪ , ৬ দ্বারা বিভাজ্য।

১০৭৪ এর জন্য , 
কোন সংখ্যার ২  ও ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য হবে।
১০৭৪ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৪ যা ২ দ্বারা বিভাজ্য অর্থাৎ ১০৭৪, ২ দ্বারা বিভাজ্য।
আবার, ১০৭৪ সংখ্যাটির অঙ্ক গুলোর যোগফল = ১+০+৭+৪ = ১২, যা ৩ দ্বারা বিভাজ্য । অর্থাৎ ১০৭৪ , ৩ দ্বারা বিভাজ্য। 
সুতরাং ১০৭৪ , ৬ দ্বারা বিভাজ্য।

৫। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যা ৩ দ্বারা বিভাজ্য।


সমাধান 
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
এখন, ১+০+০+০+০ =১ যা ৩ দ্বরা বিভাজ্য নয়।
১ এর পর ৩ দ্বারা বিভজ্য পরবর্তী সংখ্যা ৩।
এখন, ৩-১=২
অতএব, ৩ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে ১০০০০+২=১০০০২

৬।  সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় কর যা ৬ দ্বারা বিভাজ্য।


সমাধান 
সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯৯৯
এখন, ৯+৯+৯+৯+৯+৯+৯=৬৩ যা ৩ দ্বরা বিভাজ্য অর্থাৎ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। কিন্তু যেহেতু সংখ্যাটির একক স্থানে ০ বা জোড় সংখ্যা নেই সেহেতু সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য নয়।
অতএব, সংখ্যাটি ৬ দ্বারাও বিভাজ্য নয়।
এখন, ৯৯৯৯৯৯-৩=৯৯৯৯৯৯৬
         ৯+৯+৯+৯+৯+৯+৬=৬০
যা ৩ দ্বরা বিভাজ্য এবং একক স্থানের অঙ্ক ৬, ২ দ্বারা বিভাজ্য।
অতএব, ৯৯৯৯৯৯৬ সংখ্যাটি ৬ দ্বরা বিভাজ্য।

নির্ণেয় বৃহত্তম সংখ্যা=৯৯৯৯৯৯৬

৭। ৩,০,৫,২,৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় কর।


সমাধান
৩,০,৫,২,৭ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৭৫৩২০
যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা = ২০ যা ৪ দ্বারা বিভাজ্য বা সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য।
আবার, ৭৫৩২০ এর একক স্থানীয় অঙ্ক ০, অর্থাৎ সংখ্যাটি ৫ দ্বরা বিভাজ্য।

অথাৎ ৩,০,৫,২,৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url