পেট সিটি স্ক্যান খরচ কত বাংলাদেশে ২০২৫
পেট সিটি স্ক্যান বিজ্ঞানের বিষ্ময় আবিস্কার। চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী
উদ্ভাবন। পেট সিটি স্ক্যান খরচ কত বাংলাদেশে এ সম্পর্কিত আজকের আলোচনা। বিশেষ করে
ক্যান্সার চিকিৎসায় পেট সিটি স্ক্যান (PET CT Scan) সাফল্যের দেখা দিয়েছে।
পেট সিটি স্ক্যান একটি রেডিওলজিক্যাল টেস্ট। পেট সিটি স্ক্যান টেস্ট করা সময় একটি
তেজস্ত্রিয় পদার্থ ব্যবহার করা হয়, বিজ্ঞানের ভাষায় আইসোটোপ বলে। পেট সিটিতে
তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের ফলে রোগাক্রান্ত কোষ গুলো সহজেই আলাদা করে শনাক্ত
করা যায়।
পেট সিটির আজকের আলোচনায় আমারা পেট সিটি স্ক্যান খরচ কত বাংলাদেশে এবং আপনার
জানতে চাওয়া ডজনখানেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আজকের আলোচনার
মাধ্যমে পেট সিটি স্ক্যান সম্পর্কে আপনাদের ধারনো পরিষ্কার ও সহজবোধ্য হবে। চলুন
প্রথমেই জেনে নিই আজকে পেট সিটি স্ক্যানের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো।
- পেট সিটি স্ক্যান (PET CT Scan) কি? বা PET CT Scan মানে কি?
- পেট সিটি স্ক্যান কেন করা হয়?
- পেট সিটির স্ক্যানের সময় কি ঘটে? বা পেটের সিটি স্ক্যান কিভাবে করে?
- PET CT scan করতে কত সময় লাগে?
- পিইটি সিটি স্ক্যান ক্যান্সার নিশ্চিত করতে পারে?
- কতটি পেট সিটি স্ক্যান করা যায় ?
- পেট সিটি স্ক্যানের পার্শ্বপ্রতিক্রিয়া কি?
- পেট সিটি স্ক্যান কি বেদনাদায়ক?
- PET CT স্ক্যান টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোনটি?
- পেট সিটি স্ক্যানে খরচ কত বাংলাদেশ ?
পেট সিটি স্ক্যান (PET CT Scan) কি? বা PET CT Scan মানে কি?
পেট সিটি স্ক্যান বা PET CT Scan এর অর্থ হল Positron Emission Tomography Scan।
পেইটি সিটি স্ক্যান বিপাকীয় কার্যকলাপ দেখানোর জন্য একটি তেজস্ক্রিয় ওষুধ
ব্যবহার করা হয়ে থাকে। PET CT স্ক্যান শরীরের রাসায়নিক কার্যকলাপ পরীক্ষা করার
জন্য একটি কার্যকর পদ্ধতি। এটি ক্যান্সার, হৃদরোগ এবং মস্তিষ্কের ব্যাধি সহ
বিভিন্ন অবস্থা সনাক্ত করতে সহায়তা করে।
ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এই টেস্টটি শুরু হচ্ছে ইবনে সিনা হাসপাতাল
ধানমন্ডি সংলগ্ন ইবনে সিনা ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টার ধানমন্ডি তে ।
পিইটি- সিটি স্ক্যান বা পিইটি স্ক্যান হল একটি রেডিওলজিক্যাল পরীক্ষা যা
ক্যান্সার সনাক্ত করতে ব্যবহৃত হয়। পরীক্ষার সময় একটি তেজস্ক্রিয় রঞ্জক রক্ত
প্রবাহে ইনজেকশন দেওয়া হয় যা সুস্থ এবং অসুস্থ কোষগুলিকে আলাদা করতে
সহায়তা করে। অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষ সাধারণ কোষের তুলনায় বেশি
তেজস্ক্রিয় রঞ্জক গ্রহণ করে।
![]() |
পেট সিটি স্ক্যান মেশিন |
পিইটি স্ক্যানগুলি রিয়েল-টাইমে কোষগুলির পরিবর্তনগুলি দেখায় এবং তাই কোষের গঠন
এবং কার্যকারিতার সামান্য পরিবর্তনগুলিও সনাক্ত করতে পারে। এই সুবিধার কারণে, PET
স্ক্যান প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত করতে পারে এবং চিকিৎসা পদ্ধতি সহজ
করে।
পেট সিটি স্ক্যান (PET CT) স্ক্যান কি সিটি স্ক্যান?
PET স্ক্যান , CT স্ক্যান থেকে আলাদা। PET স্ক্যান প্রাথমিক পর্যায়ে কোষের
পরিবর্তন ও ক্যান্সার সনাক্ত করতে সহায়তা করে। অর্থাৎ সাধারণ সিটি স্কানে কোষের
অঙ্গ ও টিস্যুর ছবি দেখা যায়, আর PET স্ক্যানারের সাহায্যে ক্যান্সারের অবস্থা
শনাক্ত করা যায়।
পেট সিটি স্ক্যান (PET CT) পরীক্ষা কেন করা হয়?
একটি PET-CT স্ক্যান হল শরীরের যেকোনো অংশের ক্যান্সার সনাক্ত করার জন্য পছন্দের
পরীক্ষা। ম্যালিগন্যান্সি শনাক্ত করা ছাড়া, PET-CT স্ক্যানের পরীক্ষার ফলাফল
সাহায্য করে:
- ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে কিনা তা সনাক্ত করুন
- ক্যান্সার রোগীদের চিকিৎসার কার্যকারিতা মূল্যায়ন করুন
- রেডিওথেরাপি চিকিৎসার পরিকল্পনা
- হার্ট ও মস্তিস্কের ফাংশ পরিক্ষা
- অঙ্গ, কলা, কোষের সুস্থতা/অসুস্থতা নির্ণয়
- মস্তিষ্কের রোগগুলি সনাক্ত করুন (ক্যান্সার এবং অ-ক্যান্সার সম্পর্কিত)
PET-CT স্ক্যান পরীক্ষার সময় কী ঘটে? পেট সিটি স্ক্যান কিভাবে করা হয়?
পরীক্ষার সময়, ইনজেকশন, গিলতে বা ইনহেলেশনের মাধ্যমে শরীরে একটি তেজস্ক্রিয়
ট্রেসার প্রবেশ করানো হয়। ট্রেসারটি শরীর দ্বারা শোষিত হতে 30 মিনিট সময় লাগে
যার পরে ব্যক্তিটিকে একটি PET স্ক্যানারে নিয়ে যাওয়া হয়। একবার স্ক্যানারে,
কোষ দ্বারা ট্রেসার শোষিত হওয়ার কারণে স্ক্যানার টিস্যুর ছবি তুলতে আরও 20-30
মিনিট সময় নেয়।
![]() |
রোগীর পেট সিটি স্ক্যান করা হচ্ছে |
পেট সিটি স্ক্যান করতে কত সময় লাগে?
পেট সিটি স্ক্যান একটি উন্নত রেডিওলজিক্যাল টেস্ট । মানুষ ও প্রানী উভয়ের
ক্ষেত্রে পেট সিটি করা যায়। ক্ষেত্রভেদে এই টেস্ট করা সময় স্ক্যানিং করতে ২০
থেকে ৩০ মিনিট সময় লাগে। তবে পূর্বপ্রস্তুতি ও সকল কার্যক্রাম শেষ করতে ৫ থেকে
৬ ঘন্টামত সময় লাগতে পারে (সময় কম বেশি হতে পারে)। তাই এই পরীক্ষা করতে অবশ্যই
সময়ের বিষয়টি খেয়াল রাখা জরুরী।
পিইটি স্ক্যান কি ক্যান্সার নিশ্চিত করতে পারে?
পিইটি স্ক্যান ক্যান্সার নির্ণয়ের যুগান্তকারী আবিষ্কার । তবে এর কিছু
সীমাবদ্ধতা আছে। পেট সিটি স্ক্যান সকল ক্যন্সার সনাক্ত করতে নাও পার এ জন্য
আমাদের বিকল্প পদ্ধতি আবলম্বন করতে হতে পারে। PET CT Scan মস্তিষ্ক,
প্রোস্টেট, থাইরয়েড, ফুসফুস ও জরায়ুর ক্যান্সার নির্ণয়ে অত্যান্ত কার্যকর
ভূমিকা পালন করে।
কতটি পেট সিটি স্ক্যান করা যায়?
আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে একজন মানুষ তার জীবনে কতটি পেট সিটি
স্ক্যান করাতে পারবেন? এর উত্তর হলো ডাক্তারের পরামর্শক্রমে একজন মানুষ একাধিক
বার এই টেস্ট করাতে পারবেন। জেনে রাখা ভালো এই টেস্ট ডাক্তারের পরামর্শ ছাড়া
করানো উচিত নয়।
পেট সিটি স্ক্যানের পার্শপ্রতিকিয়া কি?
এই টেস্টের শুরুতে একটি রেডিওট্রেসার ইনজেকশন রোগীর শরিরে প্রবেশ করানো হয়।
তাৎক্ষনিক এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভাব হয় না। তবে কিছু কিছু রোগীর
ক্ষেত্রে অল্প পরিসরে অনুভূত হতে পারে তার মধ্যে অন্যতম হলো হালকা ব্যাথা,
যেখানে ইনজেকশন দেওয়া হয়েছে সেখানে ফুলে যেতে পারে, রোগীর উষ্ণতা বা গরম
অনুভব হতে পারে।
বিশেষভাবে ক্ষতিকর গর্ভবতী মহিলা ও দুধ পান করে এমন শিশুর জন্য । গর্ভ অবস্থায়
পেট সিটি স্ক্যান করলে ভ্রুনের সম্ভাব্য ক্ষতি হতে পারে তাই গর্ভাবস্থায় পেট
সিটি না করার জন্য বলা হয়ে থাকে। দ্বিতীয়. যে মা সন্তানকে বুকের দুধ খাওয়া তার
ক্ষেত্রে ২৪ ঘন্টা সন্তান কে স্তান বা দুধ পান করা থেকে বিরত থাকতে হবে।
তেজস্ক্রিয় পদার্থ হওয়ার দুধের সাথে শিশুর শরির প্রবেশ করে স্বাস্থঝুকি হতে
পারে।
কিভাবে একটি PET-CT স্ক্যান পরীক্ষার ফলাফল বোঝা যায়?
পরীক্ষার সময় একটি তেজস্ক্রিয় পদার্থ শরীরে প্রবেশ করা হয়। রোগাক্রান্ত কোষ
সুস্থ কোষের তুলনায় বেশি তেজস্ক্রিয় পদার্থ গ্রহণ করে এবং গামা রশ্মি নির্গত
করে। স্ক্যানারটি 'হট স্পট' নামে পরিচিত তেজস্ক্রিয় পদার্থের উচ্চ ঘনত্ব সহ
সমস্ত এলাকার চিত্র ক্যাপচার করার জন্য প্রোগ্রাম করা হয়েছে৷ এই ছবিগুলি
কম্পিউটারে রিলে করা হয় এবং রেডিওলজিস্টদের দ্বারা বিশ্লেষণ করা হয়৷
একটি PET-CT স্ক্যান কি বেদনাদায়ক?
না, PET-CT স্ক্যানগুলি বেদনাদায়ক নয়। পরীক্ষার সময়, ইনজেকশন, গিলতে বা
ইনহেলেশনের মাধ্যমে শরীরে একটি তেজস্ক্রিয় ট্রেসার প্রবেশ করানো হয়। একবার
ট্রেসারটি শরীরে এসে গেলে, ব্যক্তিকে স্ক্যানিংয়ের জন্য নেওয়া হয়। সফল
ইমেজিংয়ের জন্য, ব্যক্তিকে অবশ্যই স্ক্যানারে থাকতে হবে। পদ্ধতি সাধারণত 30-40
মিনিট স্থায়ী হয়।
PET স্ক্যান কোন ক্যান্সার সনাক্ত করে?
PET স্ক্যান শরীরের যেকোনো অংশের ক্যান্সার শনাক্ত করতে পারে। পরীক্ষার কোন বড় পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে PET স্ক্যান করার পরিকল্পনা করার আগে আপনার চিকিত্সকের পরামর্শ নেওয়া ভাল। PET স্ক্যানিং দ্বারা সনাক্ত করা যায় এমন কিছু সাধারণ ক্যান্সার হল মস্তিষ্কের ক্যান্সার, স্তন ক্যান্সার, ত্বকের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার ইত্যাদি।
পেট সিট স্ক্যান কোথায় কোথায় করা হয় এবং খরচ কত?
পেট সিটি বাংলাদেশে ৫ টি প্রতিষ্ঠানে করা হয়। তার মধ্যে অন্যতাম পিজি হাসপাতাল,
ঢাকা। এছাড়াও বেসরকারিভাবে করা হয় ইবনে সিনা ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টার
ধানমন্ডি, মেডিনোভা, ল্যাবএইড, ইউনাইটেড হসপিটাল। তবে ইবনে সিনা ক্যান্সার
ডায়াগনোস্টিক সেন্টার ধানমন্ডি তে তুলনামূলক কম খরচে পেট সিটি করা যাচ্ছে। চলুন
জেনে আসি ইবনে সিনা ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টারের পেট সিটি স্ক্যান টেস্টের
খরচ ও বিস্তারিত।
ইবনে সিনায় PET-CT Scan শুরু
ইবনে সিনায় PET-CT Scan চালু হচ্ছে দ্রুতই। আশা করা যায় আগামীবছর সম্পূর্নভাবে
চালু হচ্ছে ইবনে সিনা ক্যান্সার ডায়াগন্সিটক সেন্টার। সকল প্রস্তুতি শেষ পযার্য়ে
। খোজ নিয়ে জানা গেছে চলতি বছর ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে।
কম খরচে উন্নত সেবা নিতে এবং সর্ম্পকে বিস্তারিত জানতে যোগাযোগ করুন
ইবনে সিনা ক্যান্সার ডায়াগস্টিক সেন্টার, বাড়ি-৪৭, রোড: ১০/এ,
ধানমন্ডি, বাংলাদেশ।
হটলাইন নম্বর: 10615, 09610010615
ইবনে সিনায় PET-CT Scan খরচ
পিইটি সিটি স্ক্যান লুকানো অসুস্থ কোষগুলো প্রাথমিকভাবে সনাক্ত করতে পারে,
চিকিৎসার জন্য নির্দেশনা প্রদান করতে পারে। PET-CT Scan অনেক ব্যয়বহুল ও উন্নত
প্রযুক্তি। সর্বসাধারণের কথা বিবেচনায় ইবনে সিনা ক্যান্সার ডায়াগনেস্টিক
সেন্টারে মাত্র ৪৫,০০০ টাকায় (পয়তাল্লিশ হাজার টাকা)
পেট সিটি স্ক্যান করা যাবে। বিস্তারিত জানতে ফোন করুন: 01313-095911
ইবনে সিনা ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টার আর কি কি টেস্ট হবে?
চিকিৎসা জগতে প্রতিনিধ্বিত্ব করা ইবনে সিনা অতি দ্রুতই অত্যন্ত ব্যবহুল
টেস্টগুলো সুলভমূল্যে চালু করবে তার মধ্যে অন্যতম SPECT-CT (Bone
Scan, Thyroid Scan, DTPA Renogram, DMSA Renal Scan), MRI, CT Scan, USG, X-ray
সহ অন্যান্য পরীক্ষা। এছাড়াও সকাল ও বিকাল দুই বেলায় বিশেষজ্ঞ ডাক্তারগন সেবা
প্রদান করবেন।
পেট সিটি স্ক্যান টেস্ট খরচ কত বাংলাদেশে- লেখকের মতামত
Bissoy একাডেমির আজকের এই লেখার মাধ্যমে আমরা জানতে পারলাম পেট সিটি স্ক্যান
টেস্ট সম্পর্কে। আমাদের লেখাটি ভালো লাগলো আপনার গুরত্বপূর্ন মতামত জানাতে
ভুলবেন না। পোস্টটি অবশ্যই আপনার আত্নীয়, বন্ধুদের সাথে শেয়ার করবেন।
সর্বপরি, এমন আরো তথ্য জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন, সাবস্ক্রইব
করে রাখুন, ফলো করুন, যেকোন বিষয়ে জানতে বা শেয়ার করতে চাইলে অবশ্যই কমেন্ট
করুন।