ইরান-ইসরাইল সংঘাতের সর্বশেষ সংবাদ জানুন

৫০তম বিসিএস সার্কুলার | 50th BCS Circular | সম্ভাব্য পরিক্ষার তারিখ

৫০তম বিসিএস সার্কুলার | 50th BCS Circular | সম্ভাব্য পরিক্ষার তারিখ

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আনন্দের সাথে সাথে জানানো যাচ্ছে ৫০তম বিসিএস সার্কুলার ২০২৫ প্রকাশিত হতে পারে চলতি বছর ১ নভেম্বর। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এই বিসিএসের এর মাধ্যমে সরকার ৩ হাজারের বেশি নতুন  নিয়োগ দিতে যাচ্ছে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন।

চলুন জেনে নিই ৫০তম বিসিএস সার্কুলার ২০২৫: সম্ভাব্য প্রকাশ ১ নভেম্বর, প্রিলিমিনারি পরীক্ষা মে/জুন। ৩,০০০+ পদে নিয়োগ, আবেদন যোগ্যতা, ফি, বিষয় ও মানবন্টনসহ বিস্তারিত তথ্য।

৫০তম বিশেষ বিসিএস সার্কুলার প্রকাশিত হলে বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র যোগ্য প্রার্থীগণই এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। ২০২৬ সালের মে অথবা জুন মাসে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার রয়েছে।

৫০তম বিসিএস সার্কুলার প্রকাশের সম্ভাব্য তারিখ

ইতোপূর্বে ছয়টি বিসিএসের সম্ভাব্য টাইমলাইন প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষাসহ চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ১ নভেম্বর ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশিত হতে পারে এবং প্রিলিমিনারি পরীক্ষার আবেদন শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আগামী ৩০ জুন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন এবং চূড়ান্ত ফল প্রকাশ হবে ১০ ডিসেম্বর। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই এবং ফল প্রকাশ ১৮ ডিসেম্বর। 

৪৭তম বিসিএসের প্রিলিমিনারী ১৯ সেপ্টেম্বর ও ফল প্রকাশ ২৮ সেপ্টেম্বর। এ বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ৪৯তম বিসিএসের সার্কুলার প্রকশিত হয়েছে এবং আবেদন শুরু হয়েছে। ২২ আগস্ট শেষ হবে আবেদন।

আরো পড়ুন:

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ

৫০তম বিসিএস পরীক্ষা-২০২৬ এর প্রিলিমিনারি টেস্ট ২০২৬ সালের মে অথবা জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

যে কোনও নিয়মিত বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত বিসিএসের লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের দুই মাস পরে অনুষ্ঠিত হবে। নিয়মিত বিসিএসে ওভারল্যাপিং প্রার্থীদের (অর্থাৎ যারা এক সাথে একাধিক নিয়মিত বিসিএসের প্রার্থী) প্রস্তুতির সুবিধার কথা বিবেচনা করে এমনভাবে মৌখিক পরীক্ষার সময়সূচি করা হবে, যাতে কোনও প্রার্থীর মৌখিক পরীক্ষা এবং তার পূর্ববর্তী বা পরবর্তী বাছাই বা লিখিত পরীক্ষার মধ্যে যেন অত্যন্ত ১ মাসের ব্যবধান থাকে।

৫০তম বিসিএস পরীক্ষার প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি

  • প্রার্থীদের ২০০ (দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ) Type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ (দুই) ঘণ্টা;
  • এই পরীক্ষায় মোট ২০০ (দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে, ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে;
  • প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোন প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনভাবেই প্রদর্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোন প্রার্থী বা তাঁর প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না;
  • প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুন:নিরীক্ষণ বা পুন:পরীক্ষণের সুযোগ থাকবে না;
  • প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে।
স্বাস্থ্য সম্পর্কিত ব্লগ পড়ুন:

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ এবং মানবন্টন

বিষয়ের নাম নম্বর বন্টন
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫
বাংলাদেশ বিষয়াবলি ৩০
আন্তর্জাতিক বিষয়াবলি ২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা ১০
সাধারণ বিজ্ঞান ১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
গাণিতিক যুক্তি ১৫
মানসিক দক্ষতা ১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০
মোট নম্বর ২০০

৫০তম বিসিএসে আবেদন করার নিয়ম

অনলাইনে BCS Application Form পূরণ করার ক্ষেত্রে প্রথমত bpsc.teletalk.com.bd এর ওয়েবসাইট থেকে Online Application for 50th BCS Examination 2026 অংশে ক্লিক করতে হবে। পরবর্তীতে প্রার্থীর SSC সনদ অনুসারে বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন লিখে নিচে ৩টি অপশন দেখতে পারবেন। যেমন-
  • General Cadre (সাধারণ ক্যাডার)
  • Technical/Professional Cadre (কারিগরি/পেশাগত ক্যাডার)
  • General & Technical/Professional (both) Cadre (উভয় ক্যাডার) (সাধারণ ও কারিগরি ক্যাডার)
আপনার স্নাতক পর্যায়ে পঠিত বিষয় অনুসারে ক্যাডার নির্বাচন করতে হবে। আপনার স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ে যদি কারিগরি পদ না থাকে সেক্ষেত্রে “সাধারণ ক্যাডার (General Cadre)” অংশে ক্লিক করবেন আর যদি কোন কারিগরি পদ থাকে সেক্ষেত্রে “পেশাগত ক্যাডার (Technical/Professional Cadre)” বা “উভয় ক্যাডার (Both Cadre)” নির্বাচন করতে পারেন।

উপরোক্ত অংশ পূরণের পর আপনার ডিভাইসের স্ক্রিনে “বিপিএসসি ফরম-১ (BPSC Form-1)” পেয়ে যাবেন। এই অংশে ৩টি ধাপ রয়েছে।
  • Personal Information (ব্যাক্তিগত তথ্য)
  • Educational Qualification Information (শিক্ষাগত যোগ্যতার তথ্য)
  • Cadre Choice Option (ক্যাডার নির্বাচন)

৫০তম বিসিএস আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি

আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে বিসিএস আবেদন ফি ৭০০ টাকা এর পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বিসিএস আবেদন ফি ৫০ টাকা করা হয়েছে। ইতোপূর্বে আবেদন ফরমে দেয়া ইউজার আইডি (User ID) ব্যবহার করে যথাযথ নির্দেশনা অনুসারে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ২টি SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

এক্ষেত্রে,
  • ১ম SMS-এ “BCS <Space> User ID” লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
  • পরবর্তীতে ফিরতি ম্যাসেজে একটি PIN নম্বর দেয়া হবে, যা ব্যবহার করে ২য় ম্যাসেজে পাঠাতে হবে।
  • ২য় SMS-এ “BCS <Space> Yes <Space> PIN লিখে পুনরায় 16222 নম্বরে ম্যাসেজ করতে হবে।

৫০তম বিসিএস আবেদন  ফরম সংশোধন সংক্রান্ত তথ্য

ফি জমা দেয়ার পর পুনরায় বিসিএস আবেদন ফরম সংশোধন করার সুযোগ নেই। যদি ফি জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে ৭২ ঘন্টার মধ্যে আবেদন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে নতুন করে ফরম পূরণ করলে নতুন একটি ইউজার আইডি পাবেন। উক্ত আইডি ব্যবহার করে ফি জমা দিবেন। যেকোন প্রকার ভুল তথ্য প্রদানের ফলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে। তাই ফরম পূরণের পর Applicant Preview থেকে সময় নিয়ে সতর্কতার সাথে সকল তথ্য রিচেক করতে হবে। তারপর ফি জমা দিতে হবে।

৫০তম বিসিএস আবেদনে বিশেষ নির্দেশনা

বিসিএস আবেদন ফরম সঠিকভাবে পূরণ করা বিসিএসের প্রথম ধাপ। আবেদন ফরম পূরণে প্রার্থীর যেকোন প্রকার ভুলের কারণে বা একাধিকবার ফরম পূরণ করলে আবেদন বাতিল করার সম্ভাবনা রয়েছে। এছাড়া এসকল ক্ষেত্রে পিএসএসির আওতাধীন সকল পরীক্ষায় অযোগ্য বিবেচনা করা সহ আইনানুগ যেকোন ব্যবস্থা নেয়া হতে পারে। তবে বিশেষ কোন কারণবশত যদি ফরমে কোন প্রকার সংশোধন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে পিএসসি এর পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর লিখিত আবেদনের মাধ্যমে আগের আবেদন বাতিল করতে হবে।

উল্লেখ্য যে, বিসিএস পরীক্ষার আবেদনের শেষ তারিখ অতিক্রম করার পর bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করলে স্ক্রিনে আর আবেদন করার অপশন পাবেন না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

ইরান-ইসরাইল সংঘাতের সর্বশেষ সংবাদ জানুন